লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে মোটর সাইকেলযোগে পোদ্দার হাট থেকে নাগের হাট যাচ্ছিলেন যুবলীগ নেতা নোমান ও তার সহযোগী ছাত্রলীগ নেতা রাকিব। এসময় ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন দু’জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে নোমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুলিবিদ্ধ রাকিবকে ঢাকায় নেয়ার পথে মারা যান বলে জানান স্বজনরা।
এদিকে, চুয়াডাঙ্গার ভালাইপুরে কাপড়ের দাম নিয়ে দোকানি ও ক্রেতার দ্বন্দ্বের জেরে ২ যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় আশরাফ গার্মেন্টসে কাপড় কিনতে যান ছামেনা খাতুন নামের এক নারী। এসময় দোকান কর্মচারী ইমনের সাথে দাম নিয়ে কথা কাটাকাটি হলে ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেয়া হয়।
ঘটনা জানার পর ওই নারীর ছেলে টিপু তার বন্ধু সজল, মামুন ও পলাশকে নিয়ে গতরাতে ওই দোকানে যান। বিষয়টি মীমাংসা করার সময় আকাশ, জাহাঙ্গীর, শান্তি ও সানোয়ার ধারালো অস্ত্র দিয়ে সজল এবং মামুনকে কোপাতে শুরু করে। এসময় রক্তাক্ত জখম মামুন ও সজলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকই মৃত ঘোষণা করেন।