রেব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে গতকাল ফোনালাপে এ বিষয়টি জানান তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশে কয়েকজন রেব কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা জারি করে স্টেট ডিপার্টমেন্ট। বুধবার এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে। এ বিষয়ে আলোচনার পথ খোলা রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, রেব দুর্নীতিপরায়ণ নয়। সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান বন্ধে তারা সক্রিয় বলে জানান, একে মোমেন।
ভারতের রাষ্ট্রপ্রতির বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ সফরে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠনে যোগ দিতে তিন দিনের সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ।