র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মাদক নির্মূলে পাল্টাপটাল্টি সংঘর্ষে নিহতের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ফরেন সার্ভিস একাডেমীতে “চির অম্লান বঙ্গবন্ধু” শিরোনামের আলোচনা সভা করে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন।
বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু-ইউনেস্কো সন্মাননা পুরস্কার নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। রেব কর্মকর্তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি।
এদিকে, কারওয়ান বাজার ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আনুষ্ঠানিকভাবে মার্কিন নিষেধাজ্ঞার কোন তথ্য পাওয়া যায়নি। তবে, রেবের বন্দুকযুদ্ধে মানবাধিকার লঙ্গনের অভিযোগ অস্বীকার করেন তিনি।
আইনশৃঙ্খলাবাহিনীর হাতে কখনো মানবাধিকার লঙ্ঘন হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।