র্যাবের ২ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫৩৭ বার পড়া হয়েছে
নরসিংদী রায়পুরায় মাদকবিরোধী অভিযানে র্যাবের ২ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের ধরতে পুলিশ ও র্যাব সদস্যদের অভিযান চলছে।
গেলো রাতে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় আহত র্যাব সদস্য ইমরানসহ দু’জনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকার উত্তরাস্থ র্যাব -১ ও নরসিংদীস্থ র্যাব ১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে ঘটনাস্থলে যায়। অভিযানে সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে গ্রেফতার করে নিয়ে যাবার সময় র্যাব ওপর হামলা চালায় তার আত্মীয়-স্বজনরা। এ সময় হামলাকারীদের কোপে মাথায় ও হাতে গুরুতর আঘাত পায় এক র্যাব সদস্য।