র্যাবের মহাপরিচালক হলেন এ কে এম শহিদুর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
রেব’এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। আর ঢাকা মহানগর পুলিশের কমিশনারের নিয়োগ পেলেন পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মঙ্গলবার রাতেই মো. ময়নুল হাসানকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের দায়িত্বে ছিলেন। এর আগে আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।