রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের কাছে ৪টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের কাছে ৪টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ইস্যুতে সম্মলিতি প্রচেস্টা আরও বহুগুণ বাড়ানো তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সার্বজনীন স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতেও অংশ নেন শেখ হাসিনা। আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
রোহিঙ্গা সংকটের ৬ বছর পার হয়েছে অথচ এখনও সমাধানের সফল কোন পদক্ষেপ আসেনি।মানবিকতা দেখাতে গিয়ে বিপুল সংখ্যাক এই জনগোষ্ঠির বোঝা টানতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।
রোহিঙ্গা সংকট সমাধান যখন সময়ের দাবি তখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে আবারও আলোচনায় এই ইস্যু।
বৃহস্পতিবার নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গাম্বিয়া, মালয়েশীয় ও বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা বিষয়ক এই সাইড ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে নিজ নিজ দেশের বক্তব্য রাখেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রোহিঙ্গা সংকট কতটা বোঝা হয়েছে ওঠেছে প্যানেলে তা তুলে ধরেন
প্রধানমন্ত্রী। তিনি জানান, শুধু প্রত্যাবাসনেই সমস্যার সমাধান সম্ভব।
বিপর্যয় ঠেকাতে বিশ্বসম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়াতে আহবান জানান প্রধানমন্ত্রী।
একই দিন জাতিসংঘের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার সংক্রান্ত উচ্চ পর্যায়ের আরও একটি প্যানেল বৈঠকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দেশের সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আন্তর্জাতিক অংশীদাররা সহায়তা প্রসারিত করতে পারেন এমন ৫টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিন।
এদিকে, নিউইয়র্কে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।