রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় কিলিং মিশনে অংশ নেয় ১৯ জন
- আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় কিলিং মিশনে অংশ নেয়া আজিজুল হককে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।এসময় আরও অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প লোহার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এর আগে ৫ জনকে আটক করা হয়। এরমধ্যে ইলিয়াস নামে এক রোহিঙ্গা আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন’এর অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক বলেন, কিলিং মিশনে অংশ নেয়া ধৃত আসামী আজিজুল হক জিজ্ঞাসাবাদে জানায়, মাস্টার মহিবুল্লাহকে হত্যার দুই দিন আগে রাত অনুমানিক ১০ টারদিকে নাম্বাশিয়া মরকজ পাহাড়ে একটি মিটিং হয়। মিটিংয়ে আজিজুল হকসহ আরও ৪ জন উপস্থিত ছিল। তথাকথিত দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতারা মহিবুল্লাহকে হত্যার নির্দেশ নিয়ে ওই মিটিং এ আলোচনা হয়।