রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বেলজিয়ামের রাণী ম্যাথিল্ডে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ‘অ্যাডভোকেটের’ বেলজিয়ামের রাণী ম্যাথিল্ডে।
সকালে ক্যাম্পে পৌঁছান তিনি। প্রথমে রানী উখিয়ার কুতুপালং তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এরপর রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন তিনি।
ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ মানবিক সহায়তা বিষয়ক জাতিসংঘের নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন রাণী।
সরকারের প্রতিনিধি হিসেবে বেলজিয়ামের রাণীর সাথে রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাণীর সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী।