রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১টার দিকে উখিয়া ৫ নম্বর ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এক ভিডিওতে শোনা গেছে, রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী আরসার সদস্যরা আগুন ধরিয়ে দিয়ে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। তারা ক্যাম্পে মানুষ হত্যার পাশাপাশি এখন আগুন দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। রোহিঙ্গা কমিউনিটি নেতা হামিদ উল্লাহ বলেন, আরসা সন্ত্রাসীরা ৫ নম্বর ক্যাম্পে প্রবেশ করে আগুন ধরিয়ে পালিয়ে গেছে। রাত ৩ টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ অতিশ চাকমা জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে ।