রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত রবার্ট মিলার।
দুপুরে সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদুত বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকেই সেখানে পরিবেশ তৈরী করতে হবে। যাতে রোহিঙ্গারা সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারে।