রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলায় দুই শতাধিক নিহত

- আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৭৪২ বার পড়া হয়েছে
মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীদের বরতা দিয়ে বলা হয়, মৃত ও আহত আত্মীয়দের শনাক্ত করতে মৃতদেহের স্তূপের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন তারা। চারজন প্রত্যক্ষদর্শী, অ্যাক্টিভিস্ট এবং একজন কূটনীতিক ভয়াবহ ড্রোন হামলার বর্ণনা দিয়েছেন। মূলত, হামলার পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিলো রোহিঙ্গা পরিবারগুলো। এই ড্রোন হামলায়, বহু রোহিঙ্গা হতাহতের পাশাপাশি একজন গর্ভবতী নারী এবং তার ২ বছর বয়সী মেয়েরও মৃত্যু হয়।জান্তা সৈন্য এবং বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুমুল লড়াইয়ের মধ্যে রাখাইন রাজ্যে বেসামরিকদের ওপর সবচেয়ে মারাত্মক হামলা এটি।