মহামারী করোনার জন্য দুবছর সব ধরনের সম্মেলন ও বৈঠকে সশরীরে অনুপস্থিত ছিলেন বিশ্বনেতারা। সংক্রমণ কমে আসায় জি-টুয়েন্টি আর কপ- টুয়েন্টি সিক্স সম্মেলনে সমবেত হয়েছেন বিশ্বনেতারা। নিজের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলনের পাশাপাশি সাইড লাইন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিশ্ব নেতারা।
এরই অংশ হিসেবে রোমে ২৬ তম জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে একঘন্টা ১০ মিনিট বৈঠক করেন জো বাইডেন ও তাইয়্যিপ এরদোগান। দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এ লক্ষ্যে তারা পরবর্তীতে বিভিন্ন কর্মকৌশল গ্রহণের বিষয়েও সম্মত হন। মুখোমুখি বৈঠকে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি হয়। এছাড়াও বাইডেন প্রশাসন তুরস্কের ওপর বেশ কয়েকটি কারণে ক্ষুব্ধ। তবে, ৭০ মিনিট বৈঠককে ইতিবাচক বলছে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালকের দপ্তর। জানাচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক বিষয়াদিতে আলোচনা হয়েছে।