বিএনপির ৮০ কিলোমিটার রোডমার্চ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ শুরু করেছে বিএনপি। কর্মসূচীতে অংশ নিতে সকাল থেকেই পটুয়াখালী থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বরিশালের উদ্দেশ্যে রওনা হন।
বাস, ট্রাক, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তারা বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। রোডমার্চ কর্মসূচীতে পটুয়াখালী থেকে যুক্ত হন, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল আলতাফ হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় নেতা এবিএম মোশারেফ হোসেন। এ ছাড়া পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ দলের সিনিয়র নেতারাও উপস্থিত হয়েছেন। পটুয়াখালী থেকে বরিশাল হয়ে পিরোজপুর গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে রোডমার্চ কর্মসূচির। এদিকে বিএনপির এই কর্মসূচি কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকা এবং মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।