রোববার পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। প্রথম রাউন্ডের ম্যাচে সকাল ১০টায় শ্রীলঙ্কার প্রতিপক্ষ নামিবিয়া। আর দুপুর দুইটায় নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আরব আমিরাত।
রেংকিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি জায়গা করে নিয়েছে মূল পর্বে। বাকি আটটি দল খেলবে বাছাইপর্ব। যেখান থেকে চারটি দল জায়গা করে নেবে মূলপর্বে। সেরা আটে থাকায় বাংলাদেশ সরাসরি জায়গা করে নিয়েছে মূলপর্বে। মাঠের খেলায় দারুন সময় পার করছে লংকানরা। এশিয়া কাপের শিরোপা জিতে জানান দিয়েছে নিজেদের সামর্থের। গ্রুপ এ থেকে শ্রীলঙ্কার কোয়ালিফাই করাটা সময়ের ব্যাপার মাত্র। সহজ প্রতিপক্ষ নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে আশাবাদী লংকানরা। এদিকে, মূল পর্ব নিশ্চিতে আশাবাদী নেদারল্যান্ডসও। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চায় ডাচরা। এদিকে, টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল পৌনে ১০টায় ব্রিসবেন পৌঁছেছে টাইগাররা।