রূপান্তরিত ডেঙ্গু হার মানাচ্ছে করোনাকেও
- আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনে ডেঙ্গু পরিস্থিতি এখন হার মানাচ্ছে করোনাকেও। অতীতের সব রেকর্ড ভেঙে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে ২৩ বছরের ইতিহাস ভেংঙে গড়েছে নতুন রেকর্ড। তবুও থামছ না ডেঙ্গুর চোখ রাঙ্গানী। বরং ক্ষণে ক্ষণে রূপ বদলে তা হয়ে উঠছে আরও ভয়ঙ্কর। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। টালমাটাল অবস্থার মধ্যে হাসপাতালে দেখা মেলে অপরিচ্ছন্ন পরিবেশের। বয়সে তারতম্যে ভিন্ন রূপে শরীরে বাসা বাঁধলেও ডেঙ্গু আতঙ্কে সময় পার করছে, অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা বেশি মারা যাচ্ছে– এমন অভিযোগ মানতে নারাজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: খলিলুর রহমান।
এবার ডেঙ্গুতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে সাতশ’। এর মধ্যে শিশু মারা গেছে ৭৫ জন। তবুও রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য নেই কোনো মশারী। শিশুদের আক্রান্তের জন্য পরিবারকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি আক্রান্তদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে পালনের তাগিদ দিলেন ডাক্তার আয়শা আক্তার। ডেঙ্গু নিযন্ত্রণে মশক নিধনের সাথে পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।