রিয়াল মাদ্রিদ নাকি বরুশিয়া ডর্টমুন্ড কে জিতবে চ্যাম্পিয়ন্স লিগ
- আপডেট সময় : ১০:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদ নাকি বরুশিয়া ডর্টমুন্ড কে জিতবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ফাইনালে ফেভারিট রিয়ালের মুখোমুখি আন্ডারডগ ডর্টমুন্ড। ইতিহাস ঐতিহ্যে লস ব্লাঙ্কোস এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী জার্মান জায়ান্টরা। রাত ১টায় লন্ডনের ওয়েম্বলিতে শুরু হবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব নির্ধারণের ফাইনাল।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বিপরীতে মৌসুমের বড় চমক বরুশিয়া ডর্টমুন্ড। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব নির্ধারণে প্রস্তুত সময়ের সেরা দুই দল।
ইতিহাস কিংবা ঐহিত্য, সববিচারেই এগিয়ে লস ব্লাঙ্কোস। রেকর্ড ১৫তম শিরোপায় চোখ রেখে ওয়েম্বলিতে নামবে আনচেলত্তির দল। এবারও শতভাগ আত্মবিশ্বাসী লসব্লাঙ্কোসরা।
হারানোর কিছুই নেই ডর্টমুন্ডের, আছে প্রাপ্তি। ১১ বছর আগে যে ভেন্যুতে বায়ার্নের কাছে ফাইনাল হেরেছিল, সেখানেই দ্বিতীয় শিরোপা জয়ের আরও একটি সুযোগ জার্মান জায়ান্টদের। নিজেদের আন্ডারডগ মানলেও হাল ছাড়তে নারাজ ডর্টমুন্ড।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই আমার মনে হয় ছেলেদের হারানোর ভয় না করে উপভোগ করা উচিত। ওয়েম্বলির মতো ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে আমরা মুখিয়ে আছি।
খেলার জন্য নয়, জেতার জন্য ফাইনাল। এটাই আমাদের লক্ষ্য। রিয়াল ফেভারিট, কিন্তু অবশ্যই আমরাও শিরোপা জিততে চাই।
দুই দলের জন্যই আবেগের এই ফাইনাল। রিয়ালের হয়ে শেষবার মাঠে নামবেন টনি ক্রুস। আর ক্লাব কিংবদন্তী মার্কো রয়েসের বিদায়টা রাঙ্গিয়ে রাখতে চায় বরুশিয়া ডর্টমুন্ড।
ডর্টমুন্ডের ইনজুরি সমস্যা না থাকলেও দু:শ্চিন্তায় রিয়াল। ইনজুরিতে মিডফিল্ডার চুয়ামেনি ও ভাইরাস জ্বরে আক্রান্ত গোলরক্ষক আন্দ্রে লুনিনকে পাবে না তারা। তার পরিবর্তে গোলবার সামলাবেন অভিজ্ঞ থিবো কর্তোয়া।
দু’দলের হেট টু হেডে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের ৩ জয়ের বিপরীতে লসব্লাঙ্কোস জিতেছে ৫ ম্যাচ। যদিও পরিসংখ্যান ছাপিয়ে মাঠে সেরাটা দেয়ার লক্ষ্য রিয়াল-বরুশিয়া ডর্টমুন্ডের।