রাস্তা বন্ধের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির নামে রাস্তা বন্ধ করলে, বিএনপির চলার পথই বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের এক দফা আন্দোলন কাদা পানিতে আটকে গেছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিদেশে বসে হুমকি না দিয়ে, সাহস থাকলে দেশে আসেন।
সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে এই শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
বিকেল গড়াতে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে যোগ দেন মহানগরসহ ঢাকা বিভাগের আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলের নেতাকর্মীরা।
মিছিল শ্লোগানে মুখরিত আর কানায় কানায় পূর্ণ হয় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের পুরো এলাকা।
শান্তি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। শুরুতে আলোচনায় অংশ নেন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতারা।
পরে বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, সন্ত্রাস করে অতীতের মতো এবারও তারা সফল হতে পারবেনা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্দোলন ও তারেক রহমানের প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
রাজধানীর প্রবেশমূখে বিএনপির অবস্থান কর্মসুচি নিয়ে হুঁশিয়ারি দেন তিনি।
নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে, ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা কারও চোখ রাঙানোর পরোয়া করে না।