রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
 - / ১৫৮৮ বার পড়া হয়েছে
 
রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কোভিড-১৯ এর কারণে ঘোড়ার গাড়িতে নেয়ার প্রথা ভেঙে পরিবর্তে শবযানে করেই তার মরদেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। এর আগে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সকালে ১০ রাজাজি মর্গে তার সরকারি বাসভবনে রাখা হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট জনেরা। নরেন্দ্র মোদি সাবেক রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। গেলো সোমবার রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি।
																			
																		















