রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আন্দোলন দমনে চক্রান্ত করছে সরকার : ফখরুল

- আপডেট সময় : ০৮:২১:২১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৫০৫ বার পড়া হয়েছে
সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আন্দোলন নস্যাতের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জাগপা নেতা শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। দেশে সাম্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাগপা।
নির্বাচন,বিচার ও শিক্ষাব্যবস্থাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব । বলেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতি খুবড়ে খুবড়ে খাচ্ছে।
সরকার বিভিন্ন কৌশলে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দমানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
দেশপ্রেমিক শক্তিকে ভুল না বুঝে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।