রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ না নিতে ড. কামাল হোসেনকে অনুরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ না নিতে ড. কামাল হোসেনকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গত ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের মাধ্যমে মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গণফোরামের এই অংশ নতুন কমিটি গঠন করে। সেখানে প্রধান উপদেষ্টা করা হয় মূল দলের সভাপতি ড. কামাল হোসেনকে। মন্টু বলেন, তাকে চিঠিও দেয়া হয়েছে। চিঠিতে গণফোরামের ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে ড. কামালকে গণফোরামের পক্ষে এই সংলাপে অংশগ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ওই চিঠিটি পড়ে শোনান গণফোরামের এই অংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।