রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তা
- আপডেট সময় : ০৯:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক। এদিকে আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান।
শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আরেকটি চেরনোবিল দুর্ঘটনা এড়াতে এই প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘিরে পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এদিকে, অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর- ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতেই তার এই সফর। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে রাশিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং।