ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনের অভিযোগে রাশিয়া-চীনসহ ১০ দেশকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে একথা জানান।
তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত থাকায় এবং সরকারীভাবে এটি সয়ে চলার জন্য রাশিয়া ও চীনসহ ১০টি দেশকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অন্য দেশগুলো হলো- মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। এছাড়া আলজেরিয়া, কমোরোস, কিউবা ও নিকারাগুয়াকে নজরদারির তালিকায় রাখা হয়েছে। তবে গতবছর তালিকায় থাকা নাইজেরিয়াকে এবার তালিকা থেকে মুক্ত করা হয়েছে। দেশটিতে চলতি সপ্তাহে সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।