রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান চীনের
- আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে, উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে। চীনা কূটনীতিকের সাম্প্রতিক মস্কো সফরের পর এ আহ্বান জানানো হয়। তবে যুদ্ধ বন্ধের প্রস্তাবে বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।
সহিংসতা বন্ধে গতকাল ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজতে উভয় দেশের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর প্রতিষ্ঠার উপরও জোর দেয় দেশটি। প্রস্তাবে আরও বলা হয়, হানাহানি, হামলা-পাল্টা হামলা পরিহার করে উভয়পক্ষের সংযত আচরণ করা উচিৎ। উত্তেজনা নিরসনে দ্রুত আলোচনার টেবিলে বসা প্রয়োজন। সহিংসতার পরিবর্তে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সবপক্ষেরই সমর্থন থাকা উচিৎ। এর আগে সোমবার ঝটিকা সফরে কিয়েভ যান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তবে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে নিজের যুক্তি উপস্থাপন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন।