রাশিয়ার মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল মেমোরিয়াল’ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সবচেয়ে পুরোনো সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
আদালতের কৌঁসুলি আলেক্সি জাফিয়ারভ সংগঠনটিকে ‘জনসাধারণের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের যে সুবর্ণ অতীত রয়েছে তা তুলে না ধরে সেই সময়ের অপরাধগুলো তুলে ধরছে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল। আর এই কাজটি তারা করছে পশ্চিমাদের স্বার্থে। বিদেশিদের কাছ থেকে তহবিল সংগ্রহের কারণে সংগঠনটিকে বিদেশিদের দালাল হিসেবেও আখ্যা দেয়া হয়। এদিকে আদালতের আদেশের পর আপিল করবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মেমোরিয়াল কর্তৃপক্ষ। নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আইনি পথ খুঁজে বের করবে তারা। এই জাদুঘরে সোভিয়েত যুগে যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, যারা কারাভোগ করেছিলেন অথবা যারা বিচারের মুখোমুখি হয়েছিলেন, এমন লাখো মানুষের স্মৃতি উদ্ধারে কাজ করে আসছিলো।