রামেকে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
 - / ১৫৫৬ বার পড়া হয়েছে
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান।
গেল ১ জুন থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চারজন করোনা শনাক্ত হওয়ার পর মারা যান। বাকিরা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৭ জন।
																			
																		














