রানা প্লাজা ধস মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- আপডেট সময় : ১২:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৮০৭ বার পড়া হয়েছে
রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই সময় পর্যন্ত ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলেও আদেশ দেয় সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দেয়। এর আগে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে গত বছরের ৮ মে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগ। ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট। পরে ৯ এপ্রিল জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেয় চেম্বার আদালত। ফলে রানার মুক্তিও স্থগিত হয়ে যায়। ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩শ’ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক।