রাত পোহালেই শুরু দুর্গাপূজা

- আপডেট সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
রাত পোহালেই শুরু বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গা সেজে উঠেছেন আপন মহিমায়।
কাল ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে পৃথিবীতে আসবেন দেবি। পাঁচ দিনের দুর্গোৎসবে মাতবে হিন্দু সম্প্রদায়। আনন্দ আয়োজনের প্রস্তুতি প্রায়। ধ্বনিত হচ্ছে আগমনী সুর, প্রাণের টানে বরণ করে নেয়া হবে দেবীকে। নগর-গঞ্জে চলছে তারই আয়োজন। পূজার প্রস্তুতি ঘিরে জমজমাট ঐতিহ্যবাহী শাখাঁরী বাজার। মহেশ্বরী আনন্দময়ীকে মন্ডপে বসাতে দেবির সাজে তাই ব্যস্ত আয়োজকরা। ভক্তরাও সেরে নিচ্ছেন নিজেদের সাজ-পোশাকের কেনাকাটা।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পর্যটন কেন্দ্রে বেড়েছে ভীড়। কয়েকগুণ বেড়েছে ব্যবসা বাণিজ্য।
গতকাল বিকাল থেকেই পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আগমন ঘটে পর্যটকদের। সমুদ্রের নোনা জলে নেচে গেয়ে আনন্দে মেতেছেন বেড়াতে আসামানুষ। পর্যটকের ভিড়ে অগ্রিম বুকিং বেড়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলে। নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ।