রাত পোহালেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
রাত পোহালেই শুরু টি-টুয়েন্টি বিশ্বকাপ নবম আসর। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেট মহারণ। রোববার সকাল সাড়ে ৬টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি।
এই প্রথম ২০ দলের অংশগ্রহনে টি-টুয়েন্টি বিশ্বকাপ। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ গ্রুপে ভারত-পাকিস্তান মহারণ, সঙ্গে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। বি গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওমান। সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে খেলবে উগান্ডা ও পাপুয়া নিউগিনি। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া।প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইট পর্বে। দুটি সেমিফাইনাল শেষে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।