চীন থেকে করোনা টেস্টের জন্য ১০ হাজার কিট আসছে

- আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বর্তমান পরিস্থিতিতে চীন থেকে করোনা টেস্টের জন্য ১০ হাজার কিট আসছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন ড. মোমেন।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস আক্রান্তের সংবাদ আসে। শনিবার পর্যন্ত তা বেড়ে হয় ২৪ জন। আর মারা গেছেন দুজন।
চীন থেকে করোনা টেস্টের জন্য ১০ হাজার কিটস আর ১০ হাজার মেডিকেল ইকুইপমেন্ট যে কোনো সময় চাটার্ড প্লেনে দেশে পৌঁছাবে। কাউকে আতংকিত না হবার আহ্বানও জানান ড. এ কে আব্দুল মোমেন।
এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ ব্রিফিংয়ে সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত ১০ দেশ থেকে বাংলাদেশে যাত্রীবাহী ফ্লাইট আসা বন্ধ থাকার সিদ্ধান্ত জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন- বিদেশফেরত লোকজনের সান্নিধ্যে এসেই এই দুর্ঘটনায় পড়েছে দেশ।
মন্ত্রী বলেন, সংক্রমণ এড়াতে চারটি দেশ যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীনের ফ্লাইট প্রয়োজনে ব্যবহার করা যাবে।