বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সারাদেশে রাত আটটার পর সব দোকানপাট, বিপনী বিতান ও মার্কেট বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে, গুণতে হবে ২৫ হাজার টাকা জরিমানা। সরকারের এ নির্দেশনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দু’চার জন একে সমর্থন করলেও বেশিরভাগ দোকান মালিক ও ক্রেতা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে, রোববার সচিবালয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। সেখানে সোমবার থেকে রাত ৮টার পর সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা আসে।
এ নির্দেশনা নিয়ে মার্কেট ও বিপনী বিতানে দোকান মালিক, ক্রেতা-বিক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানান।
সরকারি নির্দেশনাকে কেউ কেউ স্বাগত জানান। তাদের দাবি, জাতীয় স্বর্থেএমন সিদ্ধান্ত সবার মেনে নেয়াউচিত।
তবে বেশিরভাগ দোকান মালিক ও ক্রেতা বিক্রেতা এর বিরোধীতা করেন। তাদের দাবি,এতে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ঈদকে সামনে রেখে সরকারি নির্দেশনা পুনর্বিবেচনার দাবি জানান ব্যবসায়ীরা।
জরিমানার ভয়ে, সব মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও জানান ব্যবসায়ীরা।