রাতে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাতে শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ।
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। মানসিকভাবে চাপে থেকে টি-টুয়েন্টি মিশন শুরু করছে ইংলিশরা। সময়টা খারাপ গেলেও সিরিজ নিয়ে আশাবাদী ইংল্যান্ড। ইংলিশ ওপেনার জেসন রয়ও মনে করেন দলের প্রতিভাবান ক্রিকেট থাকায় জয় অসম্ভব না। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও নেই চেনা ছন্দে। সদ্য আয়ারল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ক্যারিবিয়রা। এই সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকছে ওয়েস্ট ইন্ডিজেরও। সম্প্রতি দু’দলের পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। শেষ পাঁচ বারের দেখায় ক্যারিবিয়দের ১ জয়ের বিপরীতে ৪ ম্যাচে জিতেছে ইংল্যান্ড।