রাজশাহী সিটি নির্বাচন গ্রহণযোগ্য করতে মরিয়া আ’লীগ
- আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বিএনপি ছাড়াই রাজশাহী সিটি নির্বাচন গ্রহণযোগ্য করতে মরিয়া আওয়ামী লীগ। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাণ-অভিমান ভুলে ১৪ দলের শরিকদেরও কাছে টেনেছে তারা। প্রধান প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোটের মাঠ গরম করতে নানা কসরত চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। তারা বলছে, বিএনপি অংশ গ্রহণ না করলেও ভোটে কোনো প্রভাব পড়বে না।
রাজশাহী সিটি নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছে না বিএনপি। অতীতে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি দাবি করে দলের নেতারা এবারও ভোট বর্জনের কথা বলছেন। তারা জানান, নির্বাচনে শুধু আওয়ামী লীগ ছাড়া আর কেউ ভোট দিতে পারে না। তাই সরকার হটানো ছাড়া ভোট নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই।
ধানের শীষ না থাকায় ভোটের লড়াইয়ে শক্ত প্রতিপক্ষ পাচ্ছে না নৌকা। তবুও মাঠ গরম রাখতে নানা কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এরইঅংশ হিসেবে ১৪ দলের শরিকদের কাছে টানা হচ্ছে। বিএনপির ভোট বর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় আওয়ামী লীগ।
এদিকে… নিজেদের ভোটব্যাংক না থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য করে তোলার নিশ্চয়তা দিচ্ছে ১৪ দলের ছোট ছোট শরিকরাও।
২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এখন চলছে মনোনয়ন ফরম বিতরণ। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২৩ মে।