রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৯ জন মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান
এ নিয়ে গত ২৪ মে থেকে এখন পর্যন্ত ১১ দিনে ৭০ জন মারা গেলেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, সবশেষ মৃত ৯জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ২জন, নওগাঁ ও পাবনার একজন করে আছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরো ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ২২৪ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১০১ জন রাজশাহীর। এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে বিশেষ বিধিনিষেধ। মানুষের চলাফেরার ওপর থাকবে পুলিশের নজরদারি। বন্ধ থাকবে দোকান ও শপিংমল।