রাজশাহী বিভাগের ৩৫টি স্কুলে ১ হাজার ৪শ’ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগের ৩৫টি স্কুলে ১ হাজার ৪শ’ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করেছে বিকাশ।
দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের শিক্ষকদের হাতে বই তুলে দেন রাজশাহী বিভাগীয় কশিনার হুমায়ুন কবির। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ স্কুলগুলোতে বিতরণ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।আর এর পৃষ্ঠপোষকতা করেছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক অলক মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। দেশজুড়ে ৫শ’ স্কুলে ২০ হাজার কপি ‘মুজিব’ নভেল বিতরণের কার্যক্রম চালু রয়েছে।






















