রাজবাড়ীতে পাংশায় এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, গতকাল রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্থানীয় দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান। পথে ওয়াজেদ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে তাদের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে মিজানুর রহমানের মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।