রাজপথেই হবে সরকার পতনের ফয়সালা : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবে বিএনপি। রাজপথেই এ ফায়সালা হবে বলে সোহরাওয়ার্দীতে দলের বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারী দেন তিনি।
অতীতের মতো হামলা করে, মামলা দিয়ে এবারের আন্দোলন দমন করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নেতাকর্মীদের উপর নির্যাতন-নিপীড়নের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিকেলে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে শুরু হয় বিএনপির গণসমাবেশ। এর আগে সকাল থেকে সভাস্থলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন। সরকার পতনের একদফা দাবিতে শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির সময় নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।