রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার কোন বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে ডিএমপি। রাজধানীতে ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিষ্টাচার ও বিধিনিষেধ মেনে কুটনীতিকরা দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল।
অগ্নিনির্বাপন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহসী ভূমিকা রাখায় ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ উপলক্ষে রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। পরে, সাংবাদিকদের মুখোমুখী হয়ে রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ এবং কুটনীতিকদের তৎপরতার বিষয়ে কথা বলেন তিনি।জামায়াতে ইসলামকে কর্মসূচি পালনে অনুমতির ব্যাপারে, পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিদ্ধান্ত নেবেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল।