রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে ইভিএম ব্যবহার ইসির দায়িত্বহীন কর্মকান্ড : মন্তব্য বিশ্লেষকদের

- আপডেট সময় : ০৮:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বেশির ভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের দায়িত্বহীন কর্ম’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী। আর ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলের মতামতের প্রতি জোর দিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এসএটিভিকে এসব কথা বলেন তারা। আগামী নির্বাচন যেনো ২০১৪ ও ২০১৮ সালের মতো না হয়, সে বিষয়টিকে গুরুত্ব দেয়ার তাগিদ দেন তারা।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম এ ভোট গ্রহণের বিষয়ে শুরু থেকেই আপত্তি তোলে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজ।
বিষয়টি আমলে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ সংলাপে করে নির্বাচন কমিশন।
জাতীয় পার্টিসহ বেশির ভাগ দল ইভিএমের বিপক্ষে মত দেয়।সংলাপে যোগ না দিলেও বিএনপিসহ অন্য দলগুলোও ইভিএমের বিরোধীতা করে।
আপতি উপেক্ষা করেও দেড়শো আসনে ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ্এতে ক্ষোভ জানান রাজনৈতিক ও নির্বাচন বিশ্লেষকরা।
ভারতে ইভিএম ব্যবহার পদ্ধতির কথা তুলে ধরেন কেউ কেউ। এছাড়া, অর্থনৈতিক সংকটের মুখে ইভিএম ব্যবহারে বাড়তি ব্যয়ের বিষয়েও প্রতিক্রিয়া জানান তারা।
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আগামীর রাজনীতি সংঘাতের দিকে নেয়ার অভিযোগ করছেন কেউ কেউ।
দীর্ঘদিন ধরে চলা সংকট নিরসনে রাজনৈতিক সমঝোতার পাশাপাশি গঠনমূলক সিদ্ধান্ত নেবে কমিশন-এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।