রাজনৈতিক কারণে সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেনি বর্তমান সরকার : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজনৈতিক কারণে সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেনি বর্তমান সরকার। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে নার্সদের লাইসেন্স প্রাপ্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি। রাজধানীর ৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হচ্ছে। এতে অংশগ্রহণ নিয়েছে ৩টি কোর্সের মোট ১১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী। আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ১০ বছরে ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছে। স্বাস্থ্যসেবার জন্য নার্সদের ভূমিকার কথা উল্লেখ করে বিভিন্ন বিষয়ের উপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নেয়ার কথা জানানো হয়।