রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন বিএনপির
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হবে।
বিএনপির মিডিয়া সেল জানায়, অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এদিকে বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনান্য বছরে সাধারণত আওয়ামী লীগ সভাপতিসহ দলটির সিনিয়র নেতাদের দাওয়াত দিলেও এবার বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানানো হয়েছে।