রাজধানী মতিঝিল মধুমিতা হলের পেছনে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে ঘটনায় সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। এতে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।
সকাল ১১ টার দিকে গ্যারেজে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আগুনে সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। প্রত্যাক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের গাড়ির গ্যারেজে সিল্কলাইনের দুটি বাস রাখা ছিল। হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসেও ছড়িয়ে পড়ে।