গতকাল রাতে রাজধানী ডেমরার মধুবাগ এলাকায় এক বাসা থেকে স্বামী-স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তারা ধারণা করছে, স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লিয়াকত আলী পেশায় ওষুধ ব্যবসায়ী।
তার স্ত্রীর নাম সুমী সুলতানা। ওই দম্পতির দুই সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। আর এক ছেলে স্থানীয় কলেজে পড়াশোনা করে। ছেলে কলেজে থেকে গতকাল বিকেলে বাসায় ফিরে বাবা-মা’র রুমের দরজা বন্ধ পায়। কোনো সাড়া-শব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর দিয়ে দেখতে পায় তার বাবা গলায় গামছা প্যাচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছেন। আর, মা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে, মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, সংসারে অর্থ সংকট নিয়ে তাদের মাঝে ঝগড়া চলছিল। স্ত্রীকে হত্যার পর লিয়াকত আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।