রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা
- আপডেট সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তি ও দুর্ভোগে পড়েন জরুরি কাজে বের হওয়া নগরবাসী।একই কারণে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে রাজধানীতে। দুর্ভোগে পড়েনঅফিসগামী ব্যক্তিরা।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাতভর বৃষ্টিতে রাজধানীর সড়কে সড়কে পানি জমে যায়। ফলে চলাচলে বাধা তৈরি হয়। একইসঙ্গে ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ে অনেক গাছ।
সকালে দেখা গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুদিনের টানা বৃষ্টিতে ঘর থেকে যারা বেরিয়েছেন তারা পড়েছেন বিড়াম্বনায়। কারণ যানবহানের সংখ্যা ছিলো অনেক কম।
এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অধিকাংশ সড়কেই ছিল ভেঙ্গে পড়া গাছ-গাছালি ও ডালপালার স্তূপ। সেগুলো সরাতে কাজ করেছে দক্ষিণ সিটি করপোর্শন। বিভিন্ন ওয়ার্ডের ৪টি জোনের ৩৮টি ছোট বড় গাছ সরাতে কাজ করে ফার্য়ার সার্ভিসের কর্মীরা।
জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হননি অধিকাংশ মানুষ। স্কুলগুলোতে ছিলো অঘোষিত ছুটি।