রাজধানীর বাজারগুলোতে কাচাঁ মরিচসহ বেড়েছে সব ধরনের সবজির দাম

- আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে কাচাঁ মরিচসহ বেড়েছে সব ধরনের সবজির দাম । ব্যবসায়ীদের দাবি, বন্যা এবং ভারী বৃষ্টির কারণে সারাদেশে সবজি নস্ট হওয়ায় দাম বেশী । এদিকে বাজারে সব ধরনের মাছের আমদানি থাকলেও দাম কিছুটা বেশি। করোনায় মহামারিতে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
বাজারে অস্বাভাবিক হারে বাড়ছে কাচাঁ সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২ শো টাকা, টমেটো ১২০ টাকা কেজি হলেও, করলা, বেগুন, পটলসহ অন্য সব ধরণের সবজির কেজি ৫০ থেকে ৬০ টাকা বেশীতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে, বর্ষা মৌসুমে সবরাহ একটু কম থাকে, তার উপরে বন্যায় নষ্ট হয়েছে সবজি ক্ষেত, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে ।
মাছের বাজারে ইলিশের আমদানি থাকলেও , হালি আড়াই থেকে ৩ হাজারের মধ্য বিক্রি হচ্ছে। আর কেজি ৭০ থেকে ৮০ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে রুই কতলাসহ ছোট মাছ।
মাংসের বাজারে গরু খাসির কেজি আগের দমেই রয়েছে । লাল কক বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি আর ব্রায়লার মুরগীর কেজি ১৩০ টাকা । এদিকে, এ সপ্তাহে চালসহ নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।