রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ : কাদের
- আপডেট সময় : ০৭:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার শুধু নিষেধাজ্ঞা নয়, কোনভাবেই যেনো চলাচল করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। সকালে বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সড়ক পরিবহণ উপদেষ্টা পরিষদের সভায় এ নির্দেশ দেন মন্ত্রী। এসময় সারাদেশে নো হেলমেট, নো ফুয়েল কার্যকর করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকার দুই সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস ও আতিকুল ইসলাম, সড়ক পরিবহন মালিক সমিতির খন্দকার এনায়েত উল্লাহ ও শ্রমিক ফেডারশনের শাজাহান খান এমপিসহ পরিষদ সদস্যরা এতে যোগ দেন।
রাজধানীতে ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধের প্রস্তাবে সম্মতি জানান দুই মেয়র।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকার পাশাপাশি দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজি বাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা সিটিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি ঢাকার বাইরেও হেলমেট নীতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জরুরি সেবা ছাড়া কোন গাড়িতে সাইরেন ও হুটার বাজানো যাবে না বলেও জানান ওবায়দুল কাদের।