রাজধানীতে জমতে শুরু করেছে প্রার্থীদের প্রচার- প্রচারণা
- আপডেট সময় : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
রাজধানীতে জমতে শুরু করেছে প্রার্থীদের প্রচার- প্রচারণা। ভোটের জন্য ভোটারদের দারে দারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।আওয়ামী লীগ প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে সুষ্ঠু ভোট হলে, জয়ের আশা রয়েছে স্বতন্ত্র প্রর্থীদেরও।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।
ঢাকা ১৪ আসনের গণসংযোগ করেন নৌকার প্রার্থী যুবলীগ সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। একই আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিন এবং বাঁশি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী আওয়ামী লীগ নেতা কাজী ফরিদুল হক হ্যাপও নির্বাচনী প্রচারণা চালান।
ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ হাজী সেলিমের পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম
প্রচারণা চালান পুরানো জেলখানা এলাকায়। বসে নেই ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিকও।
ঢাকা ১৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রচারণা চালান তালতলা এলাকায়। ভোটের ইমেজ তৈরী হয়েছে দাবি করেন তিনি বলেন, কর্মসূচি দিয়ে বিএনপি আত্মঘাতী হামলা করছে।