রাজধানীতে করোনায় রঘুনাথ রায় নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে করোনায় ৬ পুলিশের মৃত্যু হলো।
রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দক্ষিণ বিভাগের এএসআই পদে কর্মরত ছিলেন। করোনা সংক্রমণ ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে স্থানান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ সোহেল রানা জানান, জীবন উৎসর্গকারী পুলিশযোদ্ধা রঘুনাথ রায়ের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।