রাজধানীতে আজ থেকে বাসের ‘গেটলক সিস্টেম’ চালু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ২০৮০ বার পড়া হয়েছে
রাজধানীতে যানজট সমস্যা নিরসনে চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম। আজ মহাখালী বাস টার্মিনাল থেকে এই সিস্টেম চালু হচ্ছে। রাতে ট্রাফিকের গুলশান বিভাগের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, পরে কুর্মিটোলা, খিলক্ষেত এবং সর্বশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পোস্টে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।