রাজউক থেকে অনুমোদন করা নকশার সাথে বাস্তব নির্মাণ কাজের মিল নেই : আতিক
- আপডেট সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ডেভেলপার কোম্পানিগুলোকে রাজউক থেকে অনুমোদন করা যে নকশা দেয়া হচ্ছে তার সাথে বাস্তব নির্মাণ কাজের মিল নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান এন্ড রিজিওনাল প্লানিং-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
এসময় মেয়র বলেন, রাজউকের নকশায় জনগণের ব্যবহারের জন্য খেলার মাঠ ও ওয়াকওয়ে থাকলেও বাস্তবে রাজউকই এগুলো বিভিন্ন জনকে বরাদ্দ দিয় দেয়। ডিএনসিসি মেয়র বলেন, ডেভলপার কোম্পানীগুলোসহ সবাই যাতে রাজউক অনুমোদিত নকশা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে রাজউকের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে, তাই সবাইকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।