রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে চম্পা চাকমা নামের এক নারী নিহত
- আপডেট সময় : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে চম্পা চাকমা নামের এক নারী এনজিও কর্মীকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। রাতে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত চম্পা চাকমা রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপের রাঙ্গুনিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। উত্তর পরুয়া গ্রামের এনামুল নামের এক ব্যাক্তি ওই এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেন। প্রতিমাসে ১০ হাজার টাকা কিস্তি পরিশোধ করার কথা। কিন্তু এনামুল কিস্তির টাকা পরিশোধ করতেন না। এ নিয়ে চম্পার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে চম্পা অফিসের কাজ শেষে বের হলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা এনামুল তার ওপর চড়াও হয়। একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। স্থানীয়রা চম্পাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।